মানুষ করে দুনিয়াদারী, মৃত্যু তাকে দিচ্ছে ডাক!
গোলক ধাঁধায় ঘুরছে মন, কখন হবে গোঁমড় ফাক!!


হুঁশ হারিয়ে লিপ্সাতে, নফস খায়েশে করছে সব
দ্বীন হারিয়ে দিনের পথে, রাতে আড্ডায় কলরব!
জানে নাতো আসল কথা, কাটায় সময় নেচে হেসে
ঠিকানা তার কোন পথে জানবে সে দিন শেষে!
মিথ্যে হবে দুনিয়াদারী, জীবন হবে ঘোর নাপাক!!
মানুষ করে দুনিয়াদারী, মৃত্যু তাকে দিচ্ছে ডাক!


কলবটাকে পাক করো প্রবৃত্তি দূরে ঠেলে
যিকিরেতে লিপ্ত যবান, শোকর করে কিছু পেলে
নিজের হিসেব নিজেই করো, সুপ্ত করো চোখের জল
পূর্ণ হবে ঈমান তোমার, সহজ হবে করতে আমল
দৃষ্টি করো অবনত, নিয়ন্ত্রণে হাত ও বাক!
মানুষ করে দুনিয়াদারী, মৃত্যু তাকে দিচ্ছে ডাক!