সম্পদের মোহে তুমি হলে আত্মবিভোর!
ভুলে গেলে আসল জীবন, অন্ধকারের গোর!!


জানতে পারবে মিথ্য এইসব।
জানতে পারবে ধ্বংস বৈভব।।
জীবনরবি ডুবে গেলে আসবে না আর ভোর!
ভুলে গেলে আসল জীবন, অন্ধকারের গোর!!


নিশ্চয়ই তুমি দেখতে পাবে, দেখতে পাবে সেদিন
মালের লোভে ধংস জীবন, হবেই তোমার একীন।
জীবন স্থায়ী কখনোই নয়
অর্থ-কড়ি মিথ্যে বিষয়
প্রশ্ন হবে নিয়ামতের ভোগের জীবন তোর!
ভুলে গেলে আসল জীবন, অন্ধকারের গোর!!


(সুরা আত তাকাসুরের ভাবার্থে)