তুমি চাও, সবাই তোমায় ভালো জানুক?
তাহলে, নিজেকে আগে বিশ্বাস করাও
-তুমি ভালো।


নিজের প্রাপ্য পুরোপুরি পেতে চাও?
পূরণ করো আগে সবার প্রাপ্য
দেহ কিংবা মনের।


সুবাস পেতে চাও?
কাউকে তুমি মন্দ বলো না
মিশে যাও ভালোবাসায়।


দীর্ঘজীবি হতে চাও?
ভালোবাসো সবাইকে আর সবার থেকে
আদায় করো ভালোবাসা।


সম্মান পেতে চাও?
ভালো কথা বলো উত্তম পন্থায়
অথবা চুপ থাকো।


সুখি হতে চাও?
পীড়া ভর্তি পেটের চেয়ে
ক্ষুধার্ত থাকো তুমি।


লজ্জা থেকে বাঁচতে চাও?
সুন্দর করো জীবনকে অথবা
আড়ালে চলে যাও।
×××××××××××××××
নীতিকা: ইসলামী ভাবাদর্শে পবিত্র হাদিসের (নৈতিকতার)ভাবার্থে রচিত।