যারা তেমায় করেছে বঞ্চিত
      তুমি তাদের করো দান!
তোমায় যে দুরে ঠেলে
      তাকে করো সত্যের আহ্বান!!


তোমায় যে ঘৃণা করে
       ভালোবেসে তাকে দাও ফুল।
বিদ্বেষ যে দেয় ছড়িয়ে
       হাসিমুখে হিংসা করো নির্মূল!!


তোমায় যে আঘাত করে
       তাকে করো ক্ষমা।
নম্রতায় বুকে নাও টেনে
       বিদ্বেষ রেখো না জমা!!


সুসংবাদ দাও সবে
       কষ্টধারা করো না বর্ষণ।
সহজ করো জীবনধারা
       কঠোরকে করো বর্জণ!!


ভালো কথা বলো
        নয় থাকো চুঁপ।
বেশি কথা শুধু
        বাড়ায় পাপের স্তুঁপ!!


**********************


নীতিকা: ইসলামী ভাবাদর্শে পবিত্র হাদিসের (নৈতিকতার)ভাবার্থে রচিত।