...............................................
মুখে কালেমার যিকির, নামায আর রোযা
ব্যস! সহজ হয়ে গেল আপনার দুই পৃথিবী
কত না সহজ এই অনুশীলন, ধর্ম-রীতি
আপনার জান্নাত সুনিশ্চিত।


আমি সুখময় চিন্তিত! কী সহজ স্বর্গের পথ
কিছু শব্দ উচ্চারণ, আর সংগ্রামহীন কাজ
মুখে শান্তির বুলি, কর্ম উদাসী
মানুষকে ডেকে শান্তির পথে এক বেলা
ইচ্ছে ঘোড়ার লাগাম ধরি বাকি বেলা
তারপর ইচ্ছেমতো শোষণ করি বিশ্বকে
উলঙ্গ বিবেকের আবরণে ধর্ষিত মানবতা
আপনার কোনো চিন্তা নেই, প্রচেষ্টাহীন কর্মে
অক্ষত আপনার জান্নাতের বরাদ্দকৃত প্রাসাদ।


প্রাণ হারানো কিংবা রক্ত ঝরার ভয় নেই
উদ্বেগহীন জীবনে শুধু অর্থ জয়ের স্বার্থকতা
মনুষ্যত্বের আহ্বানে শান্তির বিজয় মিছিলে
আপনাকে থাকতে হয় না, শুধু অভিনয়
মসজিদ আর কবরকে সাজানো
জছনে জুলুসে সরব উপস্থিতিতে
ঝরে পরে আপনার ধর্মকরি
তারপর বছরজুড়ে
ধর্ম নিরপেক্ষ ধার্মিক সেজে
পরাধিকারে বড়াই করে
অক্ষত আপনার জান্নাতের সুমহান মর্যাদা!
আহ! কী শান্তিময় ইসলামের বাহক আপনি
স্বজন আর প্রতিবেশী, দরিদ্র আর নিপীড়িত-
গোল্লায় যাক সব, আপনার অক্ষত গদি!