সবাইকে অনেক শুভেচ্ছা।  আমি কবিতার আসরের নতুন সদস্য। লেখালেখিতেও একেবারে নবীন। আপনাদের এই কবিতার আসরে যোগ দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। এখানে অনেকের কবিতাই আমাকে কবিতা লেখার জন্য উদ্বুদ্ধ করছে। অনেকের লেখাই আমার অনেক ভাল লেগেছে। যাইহোক আমি যেহেতু নবীন সেহেতু আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ চাচ্ছি অভিজ্ঞজনেরা আমাকে সাহায্য করলে অনেক উপকৃত হব। কবিতা ছন্দ সম্পর্কিত পোষ্টগুলা আমি পড়েছি কিন্তু অনেক বিষয় সম্পর্কে আমি ক্লিয়ার হতে পারছি না তাই কেউ আমাকে সাহায্য করলে উপকৃত হব :-


১। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দের মূলপর্বগুলো কত মাত্রার হবে?


২। পর্বগুলো মূলত কীভাবে ভাগ করতে হবে? যেমন :


আগুনের পরশ মণি/ ছোঁয়াও পাণে,
এ জীবন পূণ্য করো/ দহন-দানে।


আমি কি এটাকে এভাবে ভাগ করতে পারবো :


আগুনের/ পরশ মণি/ ছোঁয়াও পাণে,
এ জীবন/ পূণ্য করো/ দহন-দানে।