একটা কথা বলার ছিল
বলা হলো না
হৃদয়ে কষ্টের নগরায়ণ ক্রমে ক্রমে
বেড়েই চলল
অনটন আর দ্রোহের জ্বালা
ভেতরে ভেতরে বয়েই গেল
বড় সাধ ছিল ঐ লাজুক খোঁপায়
রক্তজবা বেধেঁ, চন্দ্র নিশুতির শালিক হয়ে
ঐ চারু চোখে চোখ রেখে হাজার
শতাব্দী করব উজাড়।
বড় সাধ ছিল দুজন বিহানে চূর্ণ হয়ে
শীতল নদীর উর্বর জলে প্রেম ছিটিয়ে
জন্মাবধি তুমি আমি ভেসেই যাব।


অমূলক তৃষ্ণা হব,
ভালবাসা খেয়ে পুষ্ট হব,
মরণোত্তর প্রেমিক হয়ে
শরীরজুড়ে প্রণয়ের আষাঢ় মাখব।
আহা কতইনা সাধ ছিল!


এক জন্মে সুষম আঘাত পেলে
তোমার কাছেই যাব,
সীমাবদ্ধ ভালবাসা নেব ,
মর্মান্তিক তোমার যত দুঃখ ব্যাথা
শুষেই নেব ,
শুধু এই ধ্রুপদী কবি ও কবিতার
দোহাই লাগে, একবার………!!


(এটা আমার প্রথম কবিতা । জানি আগামাথা কিছুই হয়নি। ভুল হলে মাফ করবেন)