ক্রমশ ডুবে যাচ্ছি সূর্যাস্তের মত,
নিদারুন কষ্টের প্লাবনে আমরণ স্রোত হয়ে গেছি।
যদিও জন্মেছিলাম চৈত্র আর বৈশাখের সন্ধিতে,
অনুপম সুখের সংজ্ঞা হয়ে
কিছু মৌলিক চাহিদা আর অবশিষ্ট ভালবাসা নিয়ে,
অথচ পায়নি কিছুই হারালাম সবই
একটি পরিত্যক্ত গোলাপ যেমন হারায় তার যৌবন।


আজন্ম নিজের ভেতরে পুষলাম এক
বিশৃঙ্খল মানুষ,
নিয়মিত ব্যর্থতার চাষাবাদে
হলাম শষ্যহীন কৃষক,
যুগল চোখে আর্দ্রতা বাড়িয়ে
তবুও নিরন্তর সংস্কার করি নিজেকে
অংকুরিত স্বপ্নে আবারো সাজিয়ে যায়
আমার আগামী ।