তুমি হাসলে ফুটে ওঠে আমার পুরোনো অ্যালবাম-এ ঝাঁপসা হওয়া চিত্রফলক,
তোমার বাক্য যেন অমৃতমিশ্র
যা দুটো কান-ই যথেষ্ট নয়,
তোমার চোখে কি আছে গো-
খুললেই নিমেষে ছড়িয়ে পড়ে
শত শত চন্দ্রিমা নিশিরাতের উদ্যানে ,
তোমার সিল্কি কেশরাশি যখন বাতাসে বয়,
তখন কি মনে হয় আমার জানো?
গাইছে কেহ সঙ্গীত লহরী অতি গোপনে।
কি অদ্ভুত, প্রেম, তাই না!