কবি: উজ্জ্বল মন্ডল, গাঙ্গুরিয়া


সকাল মিতভাষী কথা নাহি বলে
স্নিগ্ধতা ও অন্তরাত্মা  তারই ছায়াতলে।

সকাল আলোর জ্যোতি ও জ্ঞানের সঞ্চার
পূব আকাশে রামধনু কতো রঙের বাহার।

সকালের শীতল নিশ্বাস দেয় মনে দোলা
সকালের স্নিগ্ধতা ও অন্তরাত্মা যায় নাকো ভোলা।

যখন ভাবিয়া লই নিজেকে প্রভাতের সুর
বেজে উঠি ছম ছমিয়ে প্রভাতের নূপুর।