জ্বেলেছি  আশার প্রদীপ দেবী শূন্য মন্দিরে
   ✍-উজ্জ্বল সরদার আর্য


দিনের শেষে রৌদ্র ছায়া আঁচলে মেখে
              চলছে গোধূলি,
     এমন ক্ষণে তোমাকে আঁকতে
          হাতে নিয়েছি রং তুলি।
             প্রস্তর মূর্তি গড়েছি
            হৃদয়ে আপন করেছি,
    ধরতে চেয়েছি ওই অধরা মাধুরী কে!
           মোনালিসার হাসিতে
             ফুল ঝরে প্রভাতে,
        পৃথিবী খোঁজে শুধু তোমাকে।
            
        ওগো অমর তাই তুমি
      ভালোবাসি তোমায় আমি,
   তবুও নিয়েছ বেলাশেষে বিদায়!
অনন্ত প্রেম ভেঙে চুরমার ক্রন্দিত অন্তর
        আঁখিতে অশ্রু ঝরে যায়।
           কি আমার অপরাধ
         পেয়েছি প্রাণে পদাঘাত
     পথে-পথে জপেছি তোমার নাম,
                প্রেমের সুরে
           বেধেছিলাম তোমারে
         সে সুরের অপূর্ণ মনস্কাম।
     যেদিকে তাকাই শুধু দেখি তোমায়
              তুমি আছো অন্তরে,
           তোমার  প্রতিরূপ পায়ে
              প্রণাম করি লুটিয়ে
        তবুও মনে হয় তুমি বহু দূরে।


          ওগো আঁধারে ঘেরা প্রাণ
          শুধু করে তোমারে সন্ধান
          আকুল নয়নে তারে খুঁজি,
         মিছে মায়ায় ডাকি তোমারে
           পিক হয়ে কুহূ কুহূ  সুরে
         আজও দেখা দেবে না বুঝি।
      জানি  তোমরা ক্ষণিকের ফোটা ফুল
             হয়না তোমাদের ভুল,
            এমন করেই যাও ঝরে!
           স্মৃতির সুরভি কত মেলেছি
             আশার প্রদীপ জ্বেলেছি
                দেবী শূন্য মন্দিরে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৩ ফেব্রুয়ারি ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।