আজ থেকে অনেক বছর পরে
কোনো এক ঝিম ধরা পড়ন্ত বিকেলে
দাঁড়িয়ে আনমনে বারান্দার কিনারে
হয়তো ডুবে আছো ভাবনার খেয়াপালে।
তাকিয়ে একপলকে
সদ্য ফোঁটা পুঁইশাকের ফুলে
যায় সময় ঘড়ির ডাকে
ছুঁয়ে এলোমেলো লতানো ডালে।।


হটাৎ ঝুলে থাকা লতার ভিড়ে
উঁকি দেয় ফাগুন হাওয়া দলে দলে
আলতো করে চুপিসারে
স্পর্শ করে তোমার এলো চুলে ।
ডানে ফিরে শান্ত নয়নে
বাঁধলে খোলা চুল খোঁপার জালে
ক্লান্ত হাসি ঠোঁটের কোনে
মনে হয় খুঁজছো কিছু আড়ালে।।


রংধনু রঙের মিছিলে সাদা ছিল যতো  
বেঁধেছে বাসা তোমার কালো চুলে
চোখের মায়া ঠোঁটের হাসি আগেরই মতো
এখনো আছে যেমন ছিল শেষ বিকেলে ।
অনেকটা সময় খুঁজেছো সবখানে
না পেয়ে হতাশা জমে চোখের কিনারে
দেখোনি বৃদ্ধ শালিক বারান্দার কোনে
ঠিকই দেখেছি আমি বারেবার তোমারে ।।