তোমার পরপর থাকিয়ে থাকা-
আমার নিথর দেহকে বারবার উর্ববরতার
পলিমাটি ঢেকে দেয়,
আমি তখন পাগল পাগল হয়ে আবিষ্কার করতে থাকি
ইথারে তোমার অস্তিত্ব।


তোমার ঐ ডাগর ডাগর আঁখিতে
আমার কেমন জানি ভয় ভয় হয়-
মনে হয় যেনো অচিন থেকে আসা
কোন সম্মোহনী শক্তি আমায় চতুর্দিকে ঘিরে ফেলেছে,
তখন ভীষণ কাতর কাতর লাগে,
কী যেনো পেতে তখন চাতকের ন্যায়  
আশায় আশায় থাকি!


তোমার ঐ গোলাপ গোলাপ ওষ্ঠ
আমার উষ্ণ রাজ্য ব্যাপীয়া প্রেম প্রেম
জলোচ্ছ্বাসের জন্ম দেয়-


আমি ভাবি ওষ্ঠে না হোক;
অন্তত শরাব শরাব কপোলে
বসিয়ে দেই আমার হ্রদয়ে আছড়ে পড়া
সাগর তরঙ্গের প্রতিচ্ছবি,


যাতে তোমার অনূভত হয়
আমার ব্যাকুলতা ,
বুঝে নিতে পারো তিমিরে কিরণের দখলদারিত্ব।


কিন্তু না, তখন তুমি হারিয়ে যাও,
হারিয়ে যাও ঠিকানাহীন অজান্তে ।