বহুকাল দেখা হয়না আমাদের।
কত যে স্বপ্নময় ছিল আমাদের সেসময়কার দিনগুলো।
টর্নেডোর তান্ডবের মতো সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে,
তা কখনো ভাবিনি।


একদিন ইস্কুলের বারান্দার কোনায় ডেকে বলেছিলে-
আমি অনন্তকাল তোমার হয়ে থাকবো কিনা?
আমি তোমার সেদিনের কথা রেখেছি।
আমি এখনো তোমার আছি, তবে সেটা অন্যভাবে।
তুমি অবশ্য কোনোভাবেই এখন আমার নেই।
তাহলে কি সেদিন আমাদের শেষ দেখা ছিল?


কত যে স্মৃতি মনে তাড়না দেয় আমায়,
দেখা হলে বলবো বলে, অব্যক্ত কত কথা
জমিয়ে রেখেছি মনের কোনায়।
যে তুমিটা একসময় মানসিক প্রশান্তির খোরাক ছিলে,
সেই তুমিটা আজ আমার সব শান্তি'ই কেড়ে নিলে।


ঐদিন রাস্তার মোড়ে তোমাকে দেখে চমকে গেছি!
ওহ্! তোমাকে না, তোমাদের।
অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাবে, তা স্বপ্নেও ছিলনা।
বেশ মানিয়েছে তোমাদের।
যে হাত ধরে আমার হাঁটার কথা ছিল,
সেই হাতটা অন্য কারো বন্ধনে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।  
তোমাকে তার সাথে দেখে আমি মোটেও কষ্ট পায়নি।


ভুলে গেছি তোমায়।
চাপাকান্নায় মুছিয়ে দিয়েছি তোমার সব স্মৃতি।
শত ব্যস্ততায় তোমাকে মনে পড়লেও,
সে এক মিথ্যে হাসিতে শান্তনা দিই মনকে।
একসময় ভাবতাম তুমিবিহীন আমি বড্ড অসহায়,
কিন্তু এখন তোমাকে ছাড়াই বেশ ভালো দিনাতিপাত হয়।
তবে একটা প্রশ্ন'ই রয়ে গেল -
সে কি আমার চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে তোমায়?