কিছুই লিখতে পারছিনা আজ,
কেনো যেনো হাত কাঁপছে খুব দ্রুত;
শিরশিরে বাতাসে কেঁপে যাওয়া কৃষ্ণচূড়ার ডালের মতো।


তারপরও...
আমার এক জানালা চোখ,
শরতের আকাশ ভরা ছবি।
আমি আর সে,
ছায়া ছায়া ভাসে।


বর্ষা চলে গেছে,
বৃষ্টি হয়না বহুদিন...
তবুও ছায়া ছায়া ভাসে;
শ্রাবণের শুরু আষাঢ়ের শেষে,
আমি আর সে,
ভিজে একাকার হৃদয়, হারিয়েছি সবি।
ছায়া ছায়া ভাসে ছবি।


ধ্যাত্তেরি, ধুর ছাই;
হৃদয়ে কোনো ছবি নাই।
তবুও সে,
ছায়া ছায়া ভাসে।
আষাঢ় শ্রাবণ মাসে, দেবীর মতো হাসে।


তার প্রণয় তার ছবি,
তার হাসি তার কাশি,
হউক না হউক না অনেক বড় অভিনয়,
তবুও ভালবাসি।


ভালবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে,
ছায়া ছায়া ভাসে ।।