আমি মরতে চাই, কাদতে চাইনা
কারো চক্ষুশুল হতে চাইনা,
ভীষন হেসে খেলে
অবহেলার পাত্রে নয় ফেলে
সব কিছু শেষ করে নয়
কাউকে দোষী করে নয়
নিজের অপরিসীম ধৈর্য্য নিয়ে
সবাইকে ভালবাসা দিয়ে
সবার চোখের জল মুছে
সবার চোখের আবেগ ঘুচে
সকলের মাঝে থাকতে
হিংসায় না চাই জ্বলতে
হিসেবের খাতা ফেলে
সব দুঃখ গিলে
রাস্তার কুকুড়ের কামড়ে
বিদ্ধস্ত সাদা কাপড়ে
রুদ্র নীল বিকেলে
কারণ আমি বড্ড সেকেলে
ঘন মেঘ বৃষ্টিতে
মৃত্যু শ্রেয় কারো দৃষ্টিতে
পরিশ্রান্ত ছাপোষার মত
কারন গায়ে শত ক্ষত
গায়ে মেখে ক্ষতের গন্ধ
তবু মিটে যাক সকল দন্ধ
নষ্টের কালিমা মুছে
ঘৃণ্যতা যাক গুচে
মৃত্যুর গন্ধ শুকে
মা মাটির বুকে
পরিচয় শুণ্য করে
ঘুমাতে মাটির ঘরে
পিপীলিকার মৃত্যুর মত
সমাজ থেকে হতে চাই গত
বিভীষিকা সৃষ্টির আগেই
আসছে কোন এক মাঘেই
নবান্নের উৎসবের আমেজে
শীতের কুয়াশায় ভিজে
ফাগুন ছোয়া আগুনে
প্রতিটা দিন গুনে গুনে
প্রতি সেকেন্ড মিনিটে
কারণ জীবন থেমে আছে গুমোটে
ইহকালের খেলায় গেছি হেরে
হারিয়ে ফেলেছি মন পৃথিবীর ভীরে
পরাভুত সৈনিকের বেশে
মৃত্যকে আলিংগন করবো হেসে৷