সকলে মিলে বেচে থাকতে শেখা,
পড়েনা চোখের শরতে কিছু দেখা
কি আছে কি নেই কপালে লেখা
কিছুতেই যায়না মনের আংগিনায় রাখা।
অনাহুত শব্দ গুলো পিছু ডাকে
ফিরে ফিরে আসে জীবনের বাকে
মিটেনা তৃষনা ভরা কলসি কাকে
অপ্রিয় কিছু আসে শব্দের ফাকে ।
দিশাহারা স্বপ্ন গুলোর ছুটোছুটি
খরা রৌদ্রে ব্যস্ততায় খায় লুটোপুটি
তবু কিছু স্বপ্ন মিলেমিশে করে খুনসুটি
আসে মনে সুখাতুরে ঘেরা দুখের ঝুটি।
ডুকরে ডুকরে বাচা নয়ত কোন বাচা
হবে মনে এ যে বদ্ধ কফিন খাচা
গল্পবিহীন নাচা নয়ত সেটা নাচা
তবু স্বপ্ন আকি তীক্ষ্ণতায় চাছা।
শীর্ণ  দেহে ক্ষয়ে যায় মনের পিঞ্জিরা
মাকড়াসায় জাল বুনে ঘোরে মন ঝিঞ্জিরা
কর্ণে বাজে ঢালের শব্দ আতংকে মনপারা
নিদ্রাবেশ মনমননে ছোটে বাতাস প্রেমছাড়া।
লাগে পালে বিষের বাশির সুরের হাওয়া
হয়না বিদ্ধ প্রানে মাতোয়ারায় গান গাওয়া
অপলিস্পায় পতন তবু আর কিছু নাই চাওয়া
রুপক সেজে রুপান্তরে পেয়েছি বহুত পাওয়া।