দাড়িয়ে আছো অজানা কোন বা পথে
আমায় নিতে বাহু ডোরে তোমার সাথে
ঘুরবো দুজন সুখের নেশায় চড়ে বিশেষ রথে
পড়াবো গলায় পুস্প মাল্য যত্নে  গেথে।

বলতে কথা কানে কানে
বসে থাকো আনমনে
ভুলো মনে ক্ষনে ক্ষনে
চাওকি তুমি অন্তর জানে।

হৃদয়ে তোমার উঠেছে ঝড়
আমায় তুমি করোনাকো পর।
বাধবো মিলে ছোট্ট মাটির ঘর
যেওনা ছেড়ে যেখানে  শুধু ধুধু বালুচর।

দুহাত বাড়িয়ে ডাকো আমায় আপন করে
তোমার আলোয় ঝলমল সুখ আছে আমার ঘরে।
ভাংবেনা সে সুখ কালবোশেখি ঝরে
প্রেমের তরী ভাসাবো তোমার তরে।

তোমার ডাকে দিয়েছে মনে দোলা
চেয়ে থাকি তাই খুলে মনের জানালা
আশায় থাকি- দেখবো হাসিতে মনভোলা
বাতাসে গন্ধ ভাসে- বেনী হীন কেশ খোলা

হৃদয়ে ওঠে ঢেউ কল্পনায় আকি ছবি,
অপেক্ষায় কাটে দিন দেখি অস্ত রবি
তবুও থাকি অপার হয়ে দুর্ভাগা এক কবি
থাকো পাশে সুখী  হতে আছে ভাগ্যদেবী।