মা যে আসার সময় হলো,
ধরনী আজ মেতে উঠলো।
খুশিতে আজ মনখানা ভাই,
উতলে উঠে কেমনে তাই।


কারিগরের ব্যস্ত সময়,
রং তুলিতে মগ্নতা রয়।
মায়ের মূর্তির ভূষণ সজ্জায়,
আর কটা দিন সবুর না সয়।


কেনাকাটায় ব্যাস্ত সবাই,
সাধ্যের মধ্যে যে যার মতোই।
কেউবা শাড়ী কেউবা গয়না,
কেনাকাটায় শেষ আর হয়না।


আশায় আশায় দিন যে গুনি,
আগমনীর বার্তা শুনি।
এমনি করে কটা দিন আর,
অপেক্ষার ঐ শেষ সীমানার।


তাং - ১২/০৯/১৭