গাড়ী চালক অমিয়কে,
অসংযত দেখা গেলে।


দেরী করে আসা হলে,
বকা দিল বড় স্যারে।


উল্টো রেগে বলে তাই,
দেরী হলে অসুবিধে?


আমার কি পাখা আছে,
উড়ে উড়ে আসবো হে?


মালিক তার শুনে উত্তর,
মনে মনে ক্ষেপে বলে।


ঠিক হবে না রাগ করানো,
সংযত তাই হলেন শেষে।


ছোটদের ও আছে সম্মান,
আছে তাদের ভালোবাসা।


মালিক বলে জোর খাটানো,
নহে উচিৎ সঠিক মানো।


ছোট বড় সব পেশাতে,
গাড়ী চালক দারোয়ানে।


কিংবা পিয়ন ঝাড়ুদারে,
বড়পদের অফিসারে।


সবার সৎ ও সত্যবাকে,
স্বাধীনতার দরকার আছে।


তাং - ১৩/১০/১৭