প্রিয়া তুমি চোখদুটো রাখো আমার অশ্রুত চোখে,
দেখবে চোখের ভাষা- করুণার অশ্রুজল।
চোখের ভাষায় সব প্রশ্নের উত্তর;
কে যেন ঐ চোখেতে চোখ রেখে কথা বলে।

চোখেরও ভাষা আছে কথা বলার মতোই।
তোমার জন্যই সে ভাষা আজ স্পষ্ট,
প্রতীয়মান নির্বাক দৃষ্টিপথ।

তোমার তরেই দুই চোখ আজ রাগে ক্ষোভে
অশ্রুধারা বয়ে যাচ্ছে।
দিবারাত্রি নির্ঘুমে সজাগ প্রায়!

মনকে শান্তনা দিই আর কতো?
চোখকে থামাতে বলি তার কান্না।
যেন স্বস্তিতে শান্তিতে,
চোখের ভাষায় তার চকিত চাহনি ফিরে আসে,
চোখে চোখ রেখে!

তাং -২১/১২/১৭