ক'দিন আগেও একসাথে বসে
টেবিলে খাওয়া যেত না- প্রজা বলেই!
আজ বনের রাজাও নেই;
প্রজার রাজত্বে সেই রাজা।


চিরদিন কাহারও সমান যায় না!
সত্য চির ভাস্বর,
সবুরে মেওয়া ফলে!


প্রজাই এখন রাজা,
উম্মুক্ত খাবার টেবিল সবার জন্য!
রাজা, প্রজা ভেদাভেদ নেই...


তবে একটু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়!
দুর্বল প্রশাসন এ আর কি!
সিংহ, গাধা প্রভেদ থাকবে স্বাভাবিক...


তাং - ১৬/০১/১৮