চারদিকে আগুন লাগলো নক্ষত্রের
গায়ে। পুড়ে পুড়ে ছাই হচ্ছে অন্তরের
সব সুখ। পরিত্রাণে নেই কোনো পথ,
প্রশ্বাসের গায়ে গায়ে বিষের শপথ।
তবু অন্ধকারে পথ চলে অসহায়
প্রাণ। কোথাও কারোর নেই ছাড় হায়!
নেই আজ সম্মিলিত আদান-প্রদান,
এক বিভীষিকা! কোথা গেলে পায় ত্রাণ!


নেই অব্যাহতি, উত্তর-দক্ষিণে বেজে
উঠে লোক ক্ষয় ধ্বনি; এই কোন সাজে  
এসেছে ধরায়! একাধারে অসমাপ্ত
বিরহের এক ঝড় সুদূরেই প্রাপ্ত
সাহারা থেকে বনানী। হোক অবসান,
একদিন দূরে যাবে ভালোবেসে প্রাণ!


তাং- ২১/০৪/২০২১ ইং