সাতপাকে বেঁধে দিলে আগন্তুক এসে,
এ আমার ভাগ্য ছিল! মম ভালোবেসে।
পায় না তোমায় কেউ অতি সাধনায়,
অহমিকা নয় জানি, শুধু অনুপায়।


বুক ভরা ভালোবাসা ছিল যে তোমার,
মরুর প্রান্তরে ফুল ফোটালে আমার।
কেউ বলে কোথা ছিলে? এতদিন পর?
এ কোন বন্দরে এলে? আজ অবান্তর!


সবার অন্তরে এক অমূলক বোধ,
শীর্ষবিন্দু মনে রাখে কারো প্রতিশোধ!
দেখা হবে, হবে বলে হলো না-তো দেখা,
নিদারুণ ব্যথা জাগে- তব স্মৃতি রেখা!


পৃথিবীতে কত কথা জমে থাকে মনে,
কে কারে শোধাবে বলো; ঘূর্ণমান পণে!


তাং- ২২/০৪/২০২১ ইং