শশধর উঠেছিল ঘর আলো করে,
দেখে দেখে মন ভরে সারারাত ধরে।
ভোলা মন ভুলে যায় এতো শোভা যার,
সর্ব সুখ পরিধানে অঙ্গে মাখে তার।
এক বাঁক হেঁটে গেল চাঁদমুখ দেখে,
অন্য বাঁকে সুধাকর গেলো মেঘে ঢেকে।
সহসা দেখেন খেলা বহুরূপী বেশ,
এ হলো জীবন লীলা চলে অবশেষ!
পরম সন্তোষ যাত্রা যেখানেই শুরু,
অতৃপ্ত রোপিত হয় সেখানেই কুরু!


তাং- ২৮/১০/২০২০ ইং