তোমার রূপ মুগ্ধ করেছে আমায়
জটাধারী শিরে অর্ধচন্দ্র মা-গঙ্গা ধারী
তুমি প্রকৃতি তুমি ত্রিলোক
তোমার তেজ-এ এই জগৎ সংসার

তোমাকে বাসনা করেছি আমি
পূজা করেছি মনে মনে
তোমার ধ্যানে হয়েছি মগ্ন
তুমি ত্রিকালদর্শী ত্রিনয়নী

তোমার প্রসাদ পাবার আশায়
নিজেকে করেছি সমর্পণ
তুমি অনাথেরে আশ্রয় দাও
ভক্তকে দাও অভয়

তোমার স্বরূপ জানতে
হেঁটেছি অনেক পথ
তুমি নির্বিকার তুমি নিরাকার
তুমি নীলকন্ঠ মহা জ্ঞানী

তোমার বিশ্বরূপ দেখেছি মহাকাল গুহায়
যমুনেত্রী গঙ্গোত্রী কেদারনাথ বদ্রীনাথ মন্দিরে
শত কোটি মানুষের মনে
ত্রিশূলধারি তোমার রুদ্র রূপ