কত লোকের অপ্রিয় হই,
কত লোকে গাল দেয়,
বন্ধুরা বলেন, 'বেশ,
মিথ্যা বলতে যখন কোন কালেই পারলে না ...
পাছে তুমি দুঃখ পাও, তাই এত কথা বলা। ...
যে শোনে তার ত বাজেই,
যে বলে, তারও কম বাজে না বাবা।
লোকে তাই বলে বটে,
কিন্তু লোকে তাই মনে করে না। ...
কিন্তু সে সহস্র সত্য কথা বলুক-না কেন,
তবুও নিন্দুক বলে তার উপর
কেমন এক প্রকার ঘৃণা জন্মে।
নিশচয় সাঙঘাতিক কিছু হয়েছে,
তা না হলে এমন কেন করবে! ...
না, না, বাজে কথা নয়,
আমার কথার ভীষণ দাম। ...
আচছা, এটাও তোমাকে আমি পরে বলে দেব।
তুমি কেন এর মধ্যে কথা বল?  
সারা মাঠ
খ্যাঁদা-বোঁচা-ন্যাকাদের দলে ভরে
কিন্তু প্রশ্ন হলো, 'কথা বলা' নিয়ে এত কথা কেন?
আবার অকাজের কথা বা বাজে কথা
তা অনেকের কাছে সহনীয় মনে হয় না
কেউ কেউ আবার কিছু না বলেও
অনেক কথা বলে যান।
পলাতক বলে লোকে,
বুকে বড় বাজে,
আমি কি চাইনি হতে জীবনের
জলাশয়ে তুমুল রোহিত?
যাই করো না কেন,
সন্ধ্যার পর ঘরে ফিরতে হবে
একেবারে পাখির মত...