চাঁদ চুরি
কৃষ্ণ কামাল


আজকে করবো চুরি
ওই আকাশের চাঁদটাকে,
ধীরে ধীরে পা টিপে উঠছি
কেহ যেনো না পিছু ডাকে।
এক পিন শব্দ না করে
স্বল্প অক্সিজেন নিয়ে বুকে ,
ছাদে থেকে উঠলাম চিলেকোটা
কেহ দাঁড়ায়নি আমায় রুকে।
আস্তে আস্তে দিকে চাঁদের
হাতখানা যেই বাড়িয়েছি ,
তারা তখন পাহারায় রয়েছে
আমি হতবাক বুদ্ধি হারিয়েছি।
চাঁদ খানাকে লুকিয়ে রেখেছে
কালো সাদা মেঘ গুলো ,
কেমনে আমি করবো চুরি
নাগালে নাই চাঁদের চুলো।
এই নিস্তব্দ রাতে কেহ নাই
আমি আমার কাজে ব্যাস্ত,
আমার নাই কোনো অভিজ্ঞতা
না চুরিতে আমি সিদ্ধহস্ত।