চাঁদের খোঁজে খোকা
কৃষ্ণ কামাল


আজকে খোকার ঘরে ঢুকে
আমি তো হতবাক হলেম ,
এটাকি ঘরের অবস্থা করা
ঘর ছিন্ন ভিন্ন, কোথায় এলেম।
খোকা কাল থেকে একটু
ছিল যেনো বেজায় বিরক্ত,
কিছুর একটা গভীর সন্ধানে,
কারো কে কিছু করেনি ব্যাক্ত।  
আমি তাহাকে ডাকিয়া সুধাই
কি খুজিছো তুমি খোকা ,
সে বললো জানো কি তোমরা
কাল রাতে চাঁদের পাইনি দেখা।
আমি বলি সেই জন্য কি
এমন করে কেউ খোঁজে ,
চাঁদ থাকে রাতের আকাশে
খোকা ওতো কি আর বোঝে।
আমি শুধাই ওই খোকা
চাঁদ দিন পনেরো নেয় ছুটি,
খোকা বলে কে দিয়েছে
আমি তার ছুটি দেব টুটি।