শীত
কৃষ্ণ কামাল


সকালে ঢেকেছে কুয়াশা চাদরে,
খেজুরের রস খাচ্ছে বাঁদুরে।
প্রচন্ড ঠান্ডা পড়েছে যাকায়ে,
উঠে পর মা ডাকছে হাকায়ে।


সকাল সাড়ে আটটা বাজে ,
ঠান্ডায় মন লাগে না কাজে।
স্কুলের পড়া রয়েছে বাকি ,
তাইতো মায়ের ডাকা ডাকি।

এই বরফগলা জল পান করা ,
এতো ঠান্ডায় বই খাতা ধরা।
রোদ্দুরটা বাজে বেজায় পাজি ,
জানিনা কোথায় লুকিয়ে আজি।