শৈশব সন্ধ্যা
কৃষ্ণ কামাল


জোনাকি দিয়েছে পারি
সন্ধ্যা হওয়ার সাথে সাথে
পাখিরা ফিরছে নীড়ে
ছোটোরা প্রস্তুত বই সিলেট হাতে।


ওই পাঠশালায় সকলে মন
দিয়েছে পাঠের পড়ায়
পাড়ার আওয়াজ গেলো কমে
যত সন্ধে রাতে গড়ায়।


ঘরে সকলের কেরোসিনের বাতি
বাতাসে নিভতে নিভতে জ্বলে
পাঠশালা ছুটির সময় হয়ে এলো
সকলে ডাক পড়ছে দলে দলে।


আমি তখন বসে জানালার ধারে
বসে গল্পের বই হাতে
মনে করি আমিও পড়ি ডাক
মন চলে যায় তাতে।


সকল পড়ুয়া ফিরছে বাড়ি
হাতে ল্যাম্প কেরোসিনের
কেমনে ভুলিবো সেইসব
আমার শৈশব ওই দিনের।