মন এর মন্দ প্রলাপ আমার ইচ্ছের নদী বেয়ে চলে।
আজ মিলন সন্ধি তে সময় ছুঁয়ে গেছে, কাব্য তে পড়ছে ধুলো মহাকালের।
নিশ্চিন্ত শহর ঠিক যখন স্থির হয়ে ঘুমিয়েছে , তখন নিভৃত রূপকথা রা ডানা মেলে।
এক একা গলিপথে কুঁকড়ে থাকা অন্ধকার বীজ ছড়িয়ে দেয়, ধ্রুপদী আকাশে ।
অশান্ত মেঘবালিকা তোমার আঁচল পড়ে  খসে, আকাশে তারাদের মেলায় তুমি ছায়ামানবী..
আর আমি তোমার বিস্মৃত সম্বোধন ।