দূরকে হারালে তুমি কন্ঠস্বরে!
কবে শেষ দেখেছি মনে নেই-
তবু যেন মনে হয় এই চলে গেলে
সেই শোনা কথায় প্রাণ গেল ভরে।


দুই দশকের দূরত্ব ঘোচালে দূরাভাষে
চোখে চোখ নেই, নেই হৃদয়ে হৃদয়-
তবু আনলে তুমি ভাবেতে ভাষা
জাগালে পুরাতন প্রেম অতীত বিশ্বাসে।


দেখা হবে কিনা কবে কখনো অজানা
তোমার কন্ঠের যাদু-মাখা স্বর-
হৃদয়ের আকাশে মেলে দিল পাখনা,
কুলেতে সন্ধ্যায় ফেরা বিহঙ্গের আঁখিতে
অতীত প্রেমের বিরহ জাগানো অনুরাগ
নিঃস্ব করছে আমায় অন্তরে অন্তরে
তোমার স্বর-সন্ধানী ভাবনা।


হয়ত বাঁচতাম অবহেলা করে দূরাভাষ
এমনি হবে যদি জানতেম-
ক্ষমা করো, ক্ষমা করো,
ভুলতে দাও অতীত প্রেম!


বরানগর / ২১-০৬-২০১৭