প্রেম যদি নদীর মতো বয়ে যায়
পাখির মতো ফিরে আপন কুলায়
থাকে না ভয় আকাশে-বাতাসে,
ভালোবাসা যদি পথে হোঁচট খায়
বদনাম কাঁদে অসীম নিরুপায়
ব্যর্থতা রয়ে যায় প্রেমের ইতিহাসে।


বিচ্ছেদে মনের যাতনা যতই কাঁদাক
প্রাণের গভীরে অশ্রু যতই ভাসাক
মৃত্যুর কাছে জীবনের কী বা দাম!
যদি প্রেমই দেবে অপমান অবিরাম।
  
অন্ধ ভালোবাসার থাকত যদি চোখ -
বধির হোত প্রেমের মিথ্যা অন্ধ-বাণী
ছিনিয়ে নিত ভুলের আসনখানি
মুক্তি পেত অকাল বিরহের শোক।


২৫/০৫/২০১৭
বরানগর