ভালোবাসা, একটু দাঁড়াও-শুধু কয়েকটা দিন
কলেজের সব ক্লাসগুলোতে ঢু মেরে আসি!
নবীণ-বরণ তো শেষ-এখনো তো মনের মতো-
কাউকে পেলাম না যাকে হৃদয় দেয়া যায়।


কলেজ-বয়সের শত ইচ্ছা শত দোষ
কাউকে বোঝান দায়–অন্তরের সাধ-
জীবন যেন অমাবস্যার অশুভ তিথি
কাউকে না-ভালোবাসা যেন অপরাধ!


নামী নামী ব্যাক্তির কলেজ-ঘেরা ইতিহাস
দোলায় হৃদয়ের গুহাতে ঈর্শার বাতাস,
ভাঙ্গো অচেনা হৃদয়ের নীল খোলা আকাশ
দেয়া-নেয়ার গর্হিত মনের অচলায়তন
দাও খুলে খুলে দাও ভালোবাসার বাতায়ন।


ভালোবাসা, নিদেন পক্ষে একটু দাঁড়াও-
দাঁড়াই কাছের বাস-স্ট্যান্ডে নায়কের পোজে
হয়তো গোয়েন্দার চোখে শরতের মেঘ পড়বে ধরা
বৃষ্টি হয়ে ভাসব আপনাতে ভালোবাসার খোঁজে।


এখন হেঁয়ালী লাগছে, তখন আর লাগবে না
নিজেই গর্বিত হব-ছাত্র আমি প্রেমের স্কুলের,
আর বলবো না- ভালোবাসা, একটু দাঁড়াও!



বরানগর ১৯/০৮/২০১৭