সেই বিচ্ছেদের সুর!
ভুলের ছলে কোথাও যেন বাজে
অন্তঃস্থলে হৃদয়ের বহুদূর।


বেশতো ছিলাম একই ছাদের নীচে
জীবন্ত প্রাণ নিয়ে শত অভিমানে
গাঁথা ছিল সংসারের ছোট মালা।
নিয়তির টানে হোলাম মালা ছাড়া ফুল
ভেঙ্গে গেল সাধের একুল-ওকুল ,
শুধু চেয়ে থাকা দু'জনার এপার-ওপার
সদাই ফিরে আসে ভাবনা -
আবার হবে তো দেখা-ভাঙ্গলে ভুল।


সুখে দুঃখে হাসি-কান্নার দিন
শুধুই কাঁদায় রাত্রি নিশিদিন
যতই দূরে যাই -বাজে বিরহের সানাই,
মেঘ ভরা আকাশ পাশ ফিরে দেয় আভাষ
তাইতো আশা -মিলন দেবে ভাষা
মুক্ত হবে প্রেমের কোহিনূর-
তবুও ভুলের ছলে কোথাও যেন বাজে
অন্তঃস্থলে হৃদয়ের বহুদূর!
সেই বিচ্ছেদের সুর!


তবুও ভয় হারবে জয়
মিলনের খেলা বিদায়ের বেলা !
কী হবে ক্ষণিকের প্রেম ?
বরং বাজুক আরো বাজুক লাজুক মুখে
শেষ বিদায়ে চার চক্ষুর মিলন সুখে-
ভুলের ছলে কোথাও যেন বাজে
অন্তঃস্থলে হৃদয়ের বহুদূর!
সেই বিচ্ছেদের সুর!


০৫/০৫/২০১৭
বরানগর