আমার চেতনার মৃত্যু হয়েছে -
নচেৎ সমাজের  এত স্খলনেও
আমার চোখদুটো রক্তবর্ণ বা অস্থির নয়-
বেশ খেয়ালী ও ক্ষমা-সুন্দর মানসিকতায় ব্যাপ্ত।


একি আমার স্বাভাবিক চেতনা!
নাকি সত্য দেখায় অনভ্যস্ত
মুখে ভাষা নেই-নিরুদ্বেগ চেহারায় ।
অথচ আমারই চারিধার উৎকণ্ঠায় ভার
প্রায়ই ঘটে যাচ্ছে নাটকের যবনিকার মতো
সদ্য দেখা মানুষের শীতল মৃত্যুর মিছিল।


বিছানায় পাশ ফিরে শোয়ার ভঙ্গীতে
এড়িয়ে যাচ্ছি পাড়ার গলি,রাস্তা,শহর
যেখানে হিংসায় লাশ পড়ে যাচ্ছে অহেতুক
অকাতরে সৌখিন কারণে বিষাদের সঙ্গীতে,
'আমি তো ভাল আছি'-এই হৃদয়ের গান
শ্বাসরোধ করে রেখেছে প্রতিবাদের কণ্ঠ।


সত্য আর প্রতিরোধের পথ মসৃণ নয়,
তাই সহানুভূতির সুচ হৃদয়কে দেয় না ব্যথা
চেতনার দ্বীপান্তর আমাকে দিয়েছে মুক্তি
ন্যায়-অন্যায়ের বলয়ে না থাকাই এখন প্রথা।


বেঁচে আছি চেতনা ছাড়া জন্ম-মৃত্যুর মাঝে
চেতনার শব কফিনে শায়িত অসৎ কাজে,
তাই নিশ্চিত - আমার চেতনার মৃত্যু হয়েছে।


১২/০৫/২০১৭
বরানগর