গরীবের শারদীয়া
আরও একটা শারদীয়া গেল!
জীবনের উত্সবে অর্ধ-উপোষের
হুংকার এখনো উত্সবের উঠানে
বেশ কয়েকটা পেটে।


দীন সংসারে অভাব চিরন্তন
অন্নের বাড়ন্ত চোখে মুখে,
উপলব্ধিতে মা-বন্দনার সূচনা-
আকাশে বাতাসে আনন্দের পাখনা
শরতে মেঘের পাল্লাদিয়ে রেষারেষি-
পাঁজরে জড়িয়ে-থাকা শরীর থেকে চোখ
পেঁচানো সরিসৃপের মতো আনন্দাশ্রু
আশায় ভরা হাতের বাটিতে বাঁচার স্বাদ
চাপা হাসির লোভ শারদীয়ায় নবমীর ভোগ|


আবার একবার শারদীয়া আসুক!
আাশায় বেঁচে থাকবে পেঁচানো চোখ
উজ্বল হয়ে উঠবে নয়নের তারা,
কাল কী হবে-ভাবনা নেই যার
জীবন জানে না মৃত্যুর পরোয়াণা
বাঁচার সাধ আরো একটা বছর -
আবার পাবে হাত-ভরা বাটিতে
আশার ছিলিক নবমীর ভোগ।


যুগের পর যুগ চলবে এভাবেই
ভিখারীর পাওনা গরীবের শারদীয়া!


বরানগর,১১৴০১৴২০১৮