আমার চেতনার মাঝে তোমার বোধ
কেমনে বোঝাব এ আমার নয়!
যা পেয়েছি তা তোমারই দেওয়া -
নিত্য যেন ফুলের বাগান সুগন্ধ-ময়।
প্রাণের মাঝে তোমার অনুভব
আপন সাজে নিত্য নূতন রূপে
পাই যে হৃদয় মাঝে সদাই সরব।


হিংসার মাঝে তোমার আদরখানি
সরাল আমার চোখের ঘৃণার ছানি,
মানব মনের বিশ্ব-কেতন যেন
উড়ল প্রাণে একক হয়ে বিশ্ব-তানে -
গাইছে মন আপন ভাবের গান
ভুলিয়ে প্রেমে হিংসার বাণ।


কবে যে কোথায় রিক্ত হলাম
অন্তর হোল অজানায় দুই ভাগ,
জন্ম-মৃত্যুর মাঝে শুধু তোমারই আনাগোনা
সমুদ্রের কোলে যেন ভেসে থাকা ফেনা
মানব মনের বিশ্ব-অনুরাগ।


তবুও বুঝি-আমাতে আমি নেই
তোমারই পরশ আমার চারিধার ,
ব্যাপ্ত রেখেছ মনের আকাশ
তোমারই প্রকাশ যেন বিশ্বের অধিকার।


আমার কিবা আছে কিবা নেই
পাইনা কিছু আপনার মাঝে আপনাকে
বোধের মাঝে বুঝি শুধু তুমিই আছো -
বিশ্ব জগত জুড়ে তোমারই প্রভা
রেখেছে অবোধ প্রাণ মুখর করে
অদেখা তোমারই হৃদয়ের পরশ।