লাশ কিনা জানি না
চাই না তোমার কিছু অথবা তোমাকে
বাঁচার জন্য অনাবশ্যক একটা সরিয়ে অন্যটা
লাশের বদলে লাশ-পেশা নয় অর্থের দাস
জীবন বাস্তবিক শুধু একটা লাশ।


তুমি যেখানেই থাকো-এ দল বা ও দলে
রাজনীতি থেকে পেশাদার ব্যবসাদার
প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী –শত্রুরাও
পৃথিবীর কোল জুড়ে কোলাহলে মত্ত-
লাশ কিনা জানি না-বুঝি শুধু
জীবন বাস্তবিক জীবন্ত একটা লাশ।


হারতে নয় হারাতে অপরকে
বাহুবলে অর্থের জোরে-
এ দল ও দলের নির্ভরে
অথবা হুমকিতে সচেতন করে
হিসাব চুকাতে হবে গরমিল হলে,
বুঝি আমি-সব প্রয়োজন শেষ হলে
অমোঘ সত্য এই সভ্যতার ভিতরে
জীবন বাস্তবিক একটা জীবন্ত লাশ।


ভাবতে শেখো-এ জীবন খেলাঘর
গণতন্ত্রের পাখনায় নিজেকে বেঁধে
যতই ঘোঁজ বাঁচার রাস্তা- ওহে দূর্মুখ
খেলাঘরেই তোমার খেলার শেষ-
লোভে বাঁধা জীবনের বস্তা-পচা সুখ
পথে বিছানো বিশ্বাস অবিশ্বাস একরাশ
জীবন বাস্তবিক শুধু একটা লাশ।