তোমাকে দেখে বুঝে সাজাই যত
হয়না মনের মতো,
সাজে সজ্জায় অলংকারে ভরিয়ে তবুও
কোথায় যেন হারিয়ে গেছে
তোমার মধ্যে আমার চেনা-
ভাবনার মুখ মনের সুখ
তবু যেন সাজাতে বাকি কত।


শত চেনা অচেনা বাণী দিয়ে
ভরাই তোমার অঙ্গ যত
আঁখিতে ধরে না চাওয়ার আশা
বিভ্রাট শুধু অঙ্গ-শোভনে,
পারবো কি ওড়াতে নব্য কেতনে
মন বলে আরো যতনে
ভরিয়ে দিই দেশী-বিদেশী
ফুলের কাজে নিরাভরণ অঙ্গ যত।


পূর্ণ হোল কি তোমার সাজ!
কবিতা, তুমি কি মুল্য পাবে
শত কবির করুণার বোধে
তোমার পরিপাটি করা সাজের কাজ
যত খুলি যত পরাই
ভরে না স্বাদ- সবই যেন খাদ,
মন যে কাঁদে অপূর্ণতায়
কবিতা, তুমি হলে না পূর্ণ এক শত
তবু যেন সাজাতে বাকি কত।


তোমার আবরণে কোথায় যেন ফাঁকি
চোখে বড় লাগে অনন্ত বিশ্ব মাঝে
শুন্য হতে পূর্ণ বহুদূর বাকি
তাই মনে এ জীবন ধরে শত শত ক্ষত
কবিতা, তোমাকে না সাজানোর অভিমান যত
বুকে জমাট বাঁধা কান্নার নদী রিক্ত তত।