আর হাঁটতে হাঁটতে মহামারীর খোঁজ করি না
জগৎ থেকে আড়ালে রাখি নাক মুখ চোখ,
সস্তার যন্ত্র নিজেকে সুস্থ রাখার বিজ্ঞান
আমাকে উজ্জিবিত করে করোণার যুদ্ধে।


দেখছি হাসপাতাল ফেরত রোগীর কান্না
বেড নেই হাহাকার অব্যবস্থার পরিবেশ,
পজিটিভ নেগেটিভ নিয়ে এখনো বিদ্বেষ
তবুও ভয় নেই কোথাও-যুদ্ধংদেহী মনোভাব।


অনেক দিন হোল আত্মা ঘরের বাসিন্দা
জীবন যায় যাক চাই প্রকৃতির স্বাদ ,
বাহিরে আসুক মনের আঁধার কাটুক অন্ধকার
মানিয়ে নেবার নূতন জগৎকে দাও ভালোবাসতে।


ওকে চিনতে দাও- বসন্তের হাওয়া পূর্ণিমার রাত
আমরা খুঁজে নেব ওর রাগ অনুরাগ কাশের বনে,
বিলাব আলিঙ্গনের সুখ ঘুচাব মহামারীর দুখ
জীবন যেন থাকে অক্লান্ত ধরণীর মতো শান্ত।


জীবনকে বাঁধতে ভালোবাসায় করি মরণপণ
আসুক রোগ শোক দুঃখ- থাকবো মিলে মিশে
মৃত্যু হোক প্রাণের সহোদর মিলনের বন্দর
অজানা আবেগের পথ হোক মিলনের শপথ।