এখনো আশায় আছো
জীবন হবে স্বাভাবিক
সুন্দর সহজ আগের মতন!
নিকট  হবে আরো নিকট
দূর হবে দূরত্বের বাঁধন।


আকাশ বাতাসের নেই পরিবর্তন
চন্দ্র সূর্যের নেই রকম ভেদ
গ্রহ তারা নদী  নালা  পাহাড়  পর্বত
হারায়নি নিজ নিজ অবস্থান,
তবুও মনে  হয় প্রকৃতির নব জাগরণ
নিজের অন্তরে জগতের বাইরে  
করেছে পরিত্যক্ত তোমাকে আমাকে
তুমি হয়েছ অপরিচিতা আমার কাছে।


নূতন  ভাবে নিতে  হবে পুরাতন
নূতন হবে নব বসনে নব চেতনায়
আচার ব্যবহার কথাবার্তা আঁটসাঁটো
ব্যবধান দূরত্ব নিকট কখনো নয়
তবু তোমার  চোখে ভয়ের  চাহনি
মেঘনা আকাশে সূর্যের মতো অস্থির।


পৃথিবীর  মহামারি খেলছে লুকোচুরি
হাবে ভাবে অকস্মাৎ হারানোর ভয়
তোমাকে  আমি আমাকে তুমি,
তবু নিশ্চয় অনাবিল অকুতোভয়
কবে হবে চারচক্ষুর মিলন একবার
পুরানো পৃথিবীর চার বাহুর আহ্বান
আবার সবার স্বাভাবিক তুমি  আমি
নব সময়ের মাঝে স্বাভাবিক  তুমি।