তোমার সৃষ্টির মাঝে আমার কী কাজ
বুঝিনি এখনো কেন এই আসা-
শুধু জানি-কদিন বাদেই চলে যেতে হবে,
সবারই মতো অন্যলোকে-সব ছেড়ে
জানা-অজানার করূণ-অকরূণ ভালোবাসা ।


মানব জীবন-খেলা ভেসে যায়
সময়ের ভেলায় বঁাচার সংগ্রামে
সংসার ছাড়া বুঝি কী,আছে কী !
ভাবনার ভিতরে আমি ছাড়া
দেশ-দশের কথা –আকাশ আলোকিত
চমকানো বিদ্যুত ক্ষণিকের মতো
মনে আসে চলে যায় ,
কিছুই না পাবার অপার ব্যর্থতায়
শুধু আপনাকে ঢাকি আপনার মাঝে
আপনার কাজে শুধুই দুঃসহ লাজে ।


কেন যে ঠঁাই হোল এ জীবনের!
তোমার সৃষ্ঠির সাগর পাড়ে ,
কিবা নিতে কিবা দিতে
হতে হবে প্রস্তুত-কোন্ বলীর আয়োজনে
এই মূল্যহীন ,অর্থহীন প্রাণ
পড়ে আছে শুধু আলোর পিছে-
তোমার সৃষ্টির সাগর পাড়ে ।


বোধের মাঝে ‘আমিময়’ শুধু বোধরাশী
আমার সামনে তব সৃষ্টির অপার করূণা
তবু আপনার তরে শত ভাবনা
এ যে তোমাকে না জানার অপরাধ
চিন্তার ক্ষুদ্র পরিসর হারায় সীমানা
বুঝতে অপারক তব করূণা
তব দান অজানা সম্পদ
অজানা আশীর্বাদ ।