প্রকৃতির সভ্যতা


প্রকৃতির স্নিগ্ধ প্রেম-
হাসি-কান্নার সঙ্গী  মানুষ  বোঝে কিনা
আজো শত লক্ষ প্রশ্ন, নানা বাহানা ,
বিজ্ঞানের হাতছানীর যাদুতে মানব সভ্যতা
দেখতে অপারক তারই নিশ্পাপ মনের আয়না ,
এ কী তার প্রেম না ঘৃণা? কেউ বোঝেনা!


প্রকৃতির স্নিগ্ধ প্রেম-
মানুষ  বোঝে কিনা -আজও অজানা,
নদী-ঝরণা পাহাড়-পর্বতের বুক চিরে
মানুষের তবে কেন এতো অন্তহীন অভিযান-
নিঃশেষ হওয়া তার প্রেমাহত প্রেম
যেন আজ সর্বত্রই ক্রোধান্ধ
চির শত্রু মানুষের সভ্যতা ঘিরে
ঘুরছে তার সভ্যতার অন্ধ অভিমান।


প্রকৃতির স্নিগ্ধ প্রেম-
তবে কি বুঝেও আমরা বুঝিনা
তাই কি তার মায়াবী হাতছানির পদতলে
ক্ষমা নেই মানুষের জীবনের,
মানুষের অভিযানের  প্রতিটি আলিঙ্গনে
আমরা কুড়াই শুধু তার নিথর শীতল শুভ্র বরণ
যেন চলছে মধুর-অম্ল প্রেম নিবেদন
বিশ্বের শান্ত বক্ষ জুড়ে-
মানুষের মৃত্যু মিছিল –
এ কি প্রকৃতির অভিমান?
নাকি তার সভ্যতার অসম্মান?


মানুষের নির্দয়-
বিজয় উন্মাদনায় উপেক্ষিতা প্রকৃতি -
কোমরের আঁচল এঁটে এখন সে বিদ্রোহিনী অনন্যা,
মৃত্যুর কোলে সভ্যতাকে ছুটি দিতে চায়-
শীতল আনন্দের বেশে পর্বতের পাদদেশে
মানুষের অদম্য অনাবিল অভিযানকে
পিষতে চায় তার উলঙ্গ প্রেম।


কে চায় খন্ডিত প্রেম আপনার মাঝে -
কে চায় বিলাসী প্রেম নৃশংশ হোক!
প্রকৃতি হবে শান্ত-যেদিন তার বক্ষ-প্রান্ত
পাবে না স্পর্শ উদ্ধত মানব-পদ চিহ্ন,
মানুষ আর প্রকৃতির ভাব হবে অভিন্ন-
করবে যখন মানব সভ্যতা-
বন্ধু-সম সম্মান
প্রকৃতির সভ্যতা।


========================================