মরণ, আর একটু অপেক্ষা!
শুধু অপেক্ষায়-ডাক্তারের সাক্ষর!


সাড়ে ছয় দশক হোল-আমি স্বাধীন নাগরিক,
চারদিকে সমস্ত নাগরিক পরিষেবা-সরকারি বিজ্ঞপ্তি
কিন্তু আমি নাকি ঐসব আওতার বাইরে।


তবুতো আমি অনেকের ইচ্ছায়
নয় নয় করে প্রায পনের দিন হাসপাতলে-
ডা্ক্তার, নার্স, আয়া, ঔষধের মোটামুটি কাজ শেষ,
চোখের পাতা আর নড়ছে না
নিশ্বাস কামারের হাঁপরের মতো ধুঁকছে।
হাসপাতালের শয্যারও দাবী - অ্ন্য সঙ্গ
খুলতে চাই এই লক্ষ টাকার মুকূট,
আমার শয্যার পিছনে কয়েক হাজার
আইনি-বেআইনি রোগীর লাইন-ওরাও জীবন চায়,
মরণ, আর একটু অপেক্ষা,
শুধু অপেক্ষায়-ডাক্তারের সাক্ষর!


জনগণকে বোকা ভাবা অন্যায় -
তাই শয্যার ত্রিশ ভাগ আমার,
বাকি অংশে দুজন-হয়ত সাত দিনেই
মিলবে তার ভা্গ্যে নূতন নাগরিকবৃন্দ!
তবে সাবধানে আমার চালান কেটো মর্গের–
তিনজন আছি খেয়াল আছে তো?
মরণ, আর একটু অপেক্ষা-
শুধু অপেক্ষায়-ডাক্তারের সাক্ষর!


মরণ,যখন আমি প্রায় শেষ, আর দাঁড়িয়ে কেন থাকবে দুয়ারে -
বলিষ্ঠ পায়ে এগিয়ে এসো-দেখবে ডাক্তারও আসছে,
আর একটু হাঁটলেই তুমি পৌঁছে যাবে আমার শয্যার পাশে!