ভাবতে অবাক লাগে-
লেকের ধারে সেই কৃষ্ণচূড়ার ফুল
এখনো কি সম্ভাষণ জানাবে আগেরই মতো?
থাকবে কি সেই ফুচকাওলা-
দেখতে পাবো কি ভেলপুরির হাতে টানা গাড়ী,
বিকেলের সোনালী স্নিগ্ধ নরম আলোয়
স্বপ্ন-বিছানো তোমার ঘনকালো এলো-চুল-
দিয়ে যাবে এখনো কি আমার হৃদয়ে
সেই গোধূলির বাঁধনহারা মিলনের স্বপ্ন!
নাকি লাগবে সব অচেনা-
যখন পাশে তুমি থাকবে না!


ভাবতে অবাক লাগে-
শরতের সন্ধ্যায় হঠাৎ নামা সেদিনের বৃষ্টি
আজো কি বইবে প্রাণের ছন্দে -
আঁখির আলোয় ভাসা চার-চক্ষুর অনুরাগ
দিয়ে কি যাবে প্রাণে- তোমার পরশখানি
আজি এ দিনের সরব বর্ষার একাকী পথে
শুনিয়ে যাবে কি সেদিনের না-বলা কথার নীরব-বাণী!
নাকি লাগবে সব অচেনা-
যখন পাশে তুমি থাকবে না!


ভাবতে অবাক লাগে-
অচেনা দুটি প্রাণের নদী কেমন করে
কখন বাঁধল বাসা ভালোবাসার সাগর-তীরে,
জন্ম নয়,মৃত্যু নয়-শুধু চেনাকে খোঁজা অচেনার মাঝে।
সারা জীবন ধরে-ভাঙ্গা প্রেমের তীরে
খুঁজতে হবে কি হারানো নদীর মাঝে আপন জন!
নাকি লাগবে সব অচেনা-
যখন পাশে তুমি থাকবে না!