তোমার ইচ্ছার মেঘগুলো স্বপ্নের আকাশে উড়িয়ে
হৃদয়ের আনন্দকে পাশ কাটিয়ে
তুমি একা থাকতে চাও,
দেওয়া-নেওয়ার উপলব্ধি গুলোকে
আমাদের মিলনের ঘরে সাজাতে গিয়ে
ভালোবাসাকেই দূরে সরিয়ে রেখেছ-
যাকে চাই, সত্যিই আমি চাই।


প্রাণের দুর্মূল্য আকাঙ্ক্ষা – ভালোবাসা!
অথচ তারই পায়ে তুমি বেড়ী পরিয়েছ
অহেতুক অনিচ্ছাকৃত ভুলের নূপুর
ধ্বনিতে বাজাও দ্বিমুখী বেসুরো গান,
মিলনের ঘরে তুমি কেন অভিমান?-
শরতের বৃষ্টির মতো দ্বিধাহীন বেদনায়
কেন আহত করো আমাদের গোপন সম্ভাষণ,
সামান্য ভুলের সিঁড়ি বেয়ে ভাঙ্গছ বার বার
আমাদের মিলনের অভিসার-দাঁড়ও একটিবার,
ওগো অভিমান- ভালোবাসার তৃতীয় জন।


দুজনে দুজনার এত কাছে এত পাশাপাশি
ভালোবাসার দূরত্ব যেন তবু রাশি রাশি
তোমারই দুই তীরে বাঁধা দুজনার তরী
বাজেনা তাই অনুরাগের বাঁশি,
হৃদয়েই হারাচ্ছি ভালোবাসার ধন-
মাঝে নদীর মতো তোমার আনাগোনা
অনুরাগের পালে অভিমানে হাওয়া,
ভালোবাসার মাঝে এ কীসের গান গাওয়া
ওগো অভিমান, ভালোবাসার তৃতীয় জন।