শ্রাবণের ঘনঘটা বর্যায়
দিন-রাত্রির মাঝে আমি শুধু একা
দাঁড়িয়ে বাতায়ন পাশে শুনছি-
রিম ছিম বৃষ্টির গান অবিরাম
তুমি-ছাড়া অভিমান বিছানো ঘরে
পায়চারি সম্বল শুধু তোমারই তরে।


এমন দিনে কবিতা-ভরা কন্ঠ
অকরুণ ভাবে আঁখি রেখে আকাশ পানে
দুচোখ-ভরা অশ্রু রাশি ভুলতে চায়
এমনি ক্ষণে তোমারই গাওয়া গানে,
তুমি নাই, তুমি নাই-আকাশের গর্জনে
সাদা কালো মেঘে আলোর ঝলকানি
তোমার বিরহী-গান যত না ফিরে আসে
মরমে মরমে হৃদয় পুড়ে ততখানি-
জানি তুমি নেই পাশে- তবে কী অভিলাষে
তুমি ছাড়া কিবা চাই বিরহীর পাশে।


সবই আছে-তবু মন ভাসে অচলা আভাসে
কেন এই বিরহী বর্যা আনে শ্রাবণের ধারা
পাগল-করা ভাদ্রের হা-হুতাশ-বেদনার জ্বালা
কামনায় ফিরে আসে-তোমাকেই ভালোবাসে
যে নেই এই এমন দিনে বিরহীর পাশে।