ফিরায়ো-না মোর আঁখিদুটি-বিস্ফারিত হোক
কোরো না আমাকে আপনার শিকার,
দেখতে দাও নির্বাক চোখে-অবাক পৃথিবী
প্রকাশ্য রাজপথে নলী কাটা যুবতীর নিষ্প্রাণ দেহ!
দেখি চারিধার-বিভ্রাট-ভরা চোখ অহিংসার
যেন বিধাতার অভিশাপ-ঘেরা নির্মম আদরের পদচিহ্ন
শ্রাবণের প্রাতে বৃষ্টি ভেজা হাওয়ায় ভাসা
পৈশাচিক উল্লাসের গন্ধ-ভরা ভয়ার্ত নিশ্বাস
ভূমিকম্পে বিধ্বস্ত ধ্বংসাবশেষের মতো
নারীর অঙ্গের রক্তমাখা পোশাক রাজপথে উলঙ্গ,
ভ্রুকুটি করছে সভ্যতাকে কালো মেঘে ঢাকা আকাশও।


দুই চোখে বয়ে যাক গঙ্গার স্রোত
দেখতে চাই তবু ছোট-ছোট অতীত ভালোবাসার ডিঙ্গিগুলো
কেমন করে সবুজ বনানীতে চুরমার হয়,
বিলীন হয়ে যায় হৃদয় থেকে পুরানো প্রেমের স্মৃতি-মাখা ফানুস!


বুঝতে দাও আমার ভালোবাসার কি অপরাধ!
কার গভীর ভালোবাসার এমন চরম পুরষ্কার-
নিতে হোল আর এক জনের ভালোবাসাকে-প্রণয়িনী হারিয়ে,
ক্ষমা করো ভালোবাসার অধিকার-
প্রেমের মাঝখানে কেন এই বিকৃত নেশা
প্রেমের পেশা-এ তো আমি চাই না
যে রেখে গেল শুধু প্রেম-হীন প্রণয়ীর দল
প্রেমের ভূগোলে প্রেমিকা বিহীন অধ্যায়
এঁকে গেলে শেযের পৃষ্ঠায়
ত্রিকোণ প্রেমের মানচিত্র।